AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবসেও স্বাভাবিক থাকবে মেট্রোরেলের চলাচল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৩
বিজয় দিবসেও স্বাভাবিক থাকবে মেট্রোরেলের চলাচল

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে। নিয়মিত সূচি অনুযায়ী এদিন যাত্রীরা মেট্রোরেলে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আজ মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে বিজয় দিবসের ছুটিতে বিজয় সরণি এলাকায় থাকা চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সহজে দর্শনার্থীরা পৌঁছাতে পারবেন।

এছাড়া ঢাবি স্টেশনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয় এলাকায় সহজে পৌঁছাতে পারবেন রাজধানীবাসী।

কর্তৃপক্ষ বলছে, এই মাসের শেষের দিকে দুটি স্টেশনই একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। আর তখন থেকেই উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল।


একুশে সংবাদ/প.আ.প্র/জাহা

Link copied!