আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষের দ্বিতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে ২১ জন করে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১১২৮ জন।
মনির - মঞ্জুর পরিষদে সভাপতি প্রার্থী মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি প্রার্থী মোঃ লুৎফর রহমান, কোষাধক্ষ্য প্রার্থী মোঃ মুজিবুল হক, সাধারণ সম্পাদক প্রার্থী মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক প্রার্থী এ এফ এম শামসুল আরেফি, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এ কে এম আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক প্রার্থী শতদল সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী শেখ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রার্থী মোঃ ওয়াজেদুর রহমান আরাফাত, মহিলা সম্পাদিকা তাহমিনা কোভিদ তৃষা, কার্যনির্বাহী সদস্য প্রার্থী ইমাম হাসান রাজ, এস এম হায়াত আহমেদ, মোঃ জাকির হোসেন, মোঃ তারিক হাসান, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, রুবেল মিয়া, সনজিৎ কুমার দত্ত, সুপ্তি পোদ্দার ও সুমনা আক্তার নির্বাচনে অংশ গ্রহণ করেন।

মোতালেব - ছরোয়ার পরিষদে সভাপতি প্রার্থী মোঃ আব্দুল মোতালে, সহ সভাপতি প্রার্থী মোঃ এমদাদুল ইসলাম, সহ-সভাপতি প্রার্থী শেখ আইয়ূব আলী, কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ আল মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ছরোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক প্রার্থী মোঃ মোজাম্মেল হক, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী উত্তম কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী মোহাম্মদ নঈম উদ্দিন, মহিলা সম্পাদিকা প্রার্থী মেহেরুন্নেসা সুমি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ ছানোয়ার হোসেন, মোঃ আলী আশ্রাফ, হাফেজ মাওলানা মোহাম্মদ উল্যাহ্, সোহাইল আহমদ, মোঃ সাইদুর রহমান খান, এ কে এম মহিউদ্দিন (কাজল), মোঃ মামুন হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ রুহুল আমিন হাওলাদার ও এস এম আবুবকর সিদ্দিক নির্বাচনে অংশ গ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজম রানা।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠ করতে নির্বাচন কমিশন সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন। আমরা প্রার্থীরা সকলে ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব।
ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। নির্বাচনেতো সকলকে জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের নির্বাচন কমিশনার মুন্সি শামসুদ্দিন আহামেদ বলেন, নির্বাচনের নিয়ম কানুন মেনে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ