AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৩



চাঁদপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৩

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সম্মুখে সড়কে মোটরসাইকেল ও মোটরচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ও রিকশাচালক নিহত হন। এ ঘটনায় ৩ জন পথচারী মারাত্মক আহত হন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, বাবুরহাট এলাকার বাসিন্দা মনির মালের ছেলে জেলা ছাত্রদল নেতা সমুদ্র মাল চাঁদপুর শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চাঁদপুর শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা কবলিত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও নাটোর জেলার বাসিন্দা মোটরচালিত রিকশাচালক ইসমাইল ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া আহতরা হচ্ছেন মোটরসাইকেলচালক রাকিব (সাং রালদিয়া, বাবুরহাট), আফজাল বিন ইলিয়াস (বিটি রোড, চাঁদপুর) এবং কচুয়া আশেক আলী স্কুল এন্ড কলেজের ছাত্র ফাহাদ হোসেন। এদের মধ্যে রাকিবসহ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে কর্মরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাঁদপুর শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এ সময় স্থানীয়রা হতাহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিকশাচালক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

দুর্ঘটনার খবর শুনে নিহত ও আহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/ চাঁ.প্র/এ.জে

Link copied!