রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ।
তিন বাহিনীর প্রধানরাও বৈঠকে অংশ নেন:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ।
এছাড়াও র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান রাজনৈতিক কর্মসূচি, সীমান্ত পরিস্থিতি, অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সর্বশেষ তথ্য তুলে ধরা হয় এবং পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশ দেওয়া হয়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,“দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে।”
তিনি আরও বলেন,“আসন্ন নির্বাচন সামনে রেখে যেকোনো ধরণের উস্কানি, সহিংসতা কিংবা গুজবের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নিতে হবে।”
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দাবিতে বিক্ষোভ, শিক্ষার্থী হত্যার ঘটনায় উত্তেজনা এবং চট্টগ্রাম বন্দর ইস্যু ঘিরে জনমত তৈরি হওয়ায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এ প্রেক্ষাপটেই আজকের এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে