মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামের পশ্চিমপাড়ার এলাচি বেগম ওরফে ফাতেমা বেগম নামে এক অশীতিপর বৃদ্ধা দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত নয়ন শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবারের লোকজন ও পুলিশ জানান, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সামাধীনগর চাপড়ি গ্রামের অশোক মন্ডলের পুত্র অমৃত মন্ডল (২২) তার মামা সনৎ বিশ্বাসকে সাথে নিয়ে মোটরসাইকেলে শ্রীপুর থেকে লাঙ্গলবাঁধ যাচ্লেনছিল। পথিমধ্যে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা পশ্চিমপাড়া বটতলা নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বৃদ্ধা এলাচি বেগমকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় বৃদ্ধা পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন।
পরে সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও মোটরসাইকেল আরোহীকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে তাদের জিম্মায় নেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, দুর্ঘটনার সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/ মা.প্র/এ.জে