ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধার মুখে পড়েছেন তার সমর্থকরা।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে লংমার্চ শুরু হয়। মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট ও পল্টন হয়ে সচিবালয়ের দিকে এগোতে থাকলে প্রেসক্লাব এলাকায় পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা পুনরায় নগর ভবনের সামনে ফিরে আসেন।
এ সময় ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’—এমন নানা স্লোগানে নগর ভবন প্রাঙ্গণ মুখরিত করে তোলেন সমর্থকরা।
ডিএসসিসির কিছু সাধারণ কর্মচারীও আন্দোলনে যোগ দেন। তারা নগর ভবনের সব গেট বন্ধ করে দিলে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করলেও তাকে এখনও শপথ নিতে দেয়া হয়নি। নির্বাচন কমিশন গেজেট প্রকাশে বিলম্ব করছে বলে অভিযোগ ওঠে।
তাদের দাবি, আদালতের রায় ও জনতার রায়ের প্রতি অসম্মান করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
একুশে সংবাদ/চ.ট/এ.জে