মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি সিএনজি অটোরিকশার চুরির খবর পাওয়া গেছে। চোরচক্র একটি সিএনজি নিয়ে গেলেও অপর সিএনজিটি রাস্তায় ফেলে গেছে।
গত মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. শিপু মিয়ার সিএনজি (রেজি:মৌলভীবাজার থ-১২/১৪১) ও লক্ষ্মীপুর গ্রামের মো. সুলতান আলীর সিএনজি (রেজি : মৌলভীবাজার থ-১৩/১৬৬৭) চুরি হয়। চোরচক্র মো. শিপু মিয়ার সিএনজিটি নিয়ে গেলেও মো. সুলতান মিয়ার সিএনজি তার বাড়ি থেকে প্রায় অর্ধ কি.মি. দূরে ফেলে গিয়েছে।
মো. শিপু মিয়া এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে গাড়ির মালিক মো. শিপু মিয়া বলেন, ‘সিএনজিটি গত সোমবার রাতে বাড়িতে এনে গ্যারেজে রাখি। প্রতিদিনের মতো এই দিনও রাত সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিটি পাহারা দিয়ে ঘুমিয়েছি। পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারেজে সিএনজি নেই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।’
অপর জিএনজিচালক মো. সুলতান আলী বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার রাতে সিএনজিটি বাড়িতে এনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিএনজিটি নেই। কিছুক্ষণ পর খবর পাই সিএনজিটি আমার বাড়ি থেকে প্রায় অর্ধ কি.মি. দূরে রাস্তার মধ্যে পড়ে আছে। সেখানে গিয়ে দেখি গাড়ির ওয়ারিং খুলে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শিপু মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে একটি সিএনজি চুরির লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিএনজিটি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া আর কোনো অভিযোগ পাইনি।
একুশে সংবাদ/ মৌ.প্র/এ.জে