রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫৭ মিনিটে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ রাত ৯টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা 
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
