AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ



পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের ৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সুজাঙ্গীর কবির সরকারের এর মেয়াদ শেষ হওয়ায় প্রফেসর ড. অনুপ কুমার মন্ডল-কে ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে বিধি মোতাবেক পরবর্তী ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

উক্ত অফিস আদেশ অনুযায়ী, তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এই আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। এবং একই সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল বলেন, "আমাকে ইকোনোমিক্স ও সোসিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডিপার্টমেন্টের কার্যাবলী আরও সহজ, দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করাই থাকবে আমার উদ্দেশ্য। এ ব্যাপারে আমাকে সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।"

অধ্যাপক ড. সুজাঙ্গীর কবির সরকার বলেন, “ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের শিক্ষকবৃন্দ ব্যবসা প্রশাসন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদে কোর্স পরিচালনা করে থাকেন। এছাড়াও এই বিভাগে বর্তমানে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম চলমান রয়েছে।

এই বিভাগের নেতৃত্বে পূর্বে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. বদিউজ্জামান, প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন এবং প্রফেসর ড. আবুল বাশার খান। তাদের পর আমি বিভাগের দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করি। সেই ধারাবাহিকতায় এবার বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল।"

অধ্যাপক ড. সুজাঙ্গীর কবির সরকার অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং বলেন, "আশা করি, বিভাগের সকল শিক্ষক ও সহকর্মীর পরামর্শে তিনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বিভাগকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করবেন এবং বিভাগকে অগ্রগতির পথে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

উল্লেখ্য, অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল দীর্ঘদিন ধরে পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে শিক্ষকতা করে আসছেন এবং গবেষণা ও একাডেমিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!