জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “গল্পে গাঁথায় সন্ধ্যা ও নৈশভোজ”। বৃষ্টিমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান যেন প্রকৃতির ছোঁয়ায় পেয়েছিল ভিন্ন মাত্রা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা জালালাবাদ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও জালালাবাদ জেলার সাধারণ শিক্ষার্থীরা।
পরিষদের সভাপতি মাজরাহুল ইসলাম তানভীর বলেন, “আমরা সিলেটিরা আড্ডা ও গল্পপ্রিয় মানুষ। তাই নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন করেছি। সবাই অংশগ্রহণ করায় আমরা সার্থক।”
সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তানিম বলেন, “আমরা বরাবরই সংস্কৃতিপরায়ণ। নিজেদের মধ্যে বন্ধনকে সমৃদ্ধ করতে প্রায়ই এ ধরনের আয়োজন করি। তবে আজকের বৃষ্টিমুখর সন্ধ্যায় অনুষ্ঠানটি ছিল একেবারেই অনন্য।”
এভাবেই নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে অক্ষুণ্ণ রেখে চলছে জালালাবাদ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

