AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি শাখা জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
১১:৪২ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জবি শাখা জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “গল্পে গাঁথায় সন্ধ্যা ও নৈশভোজ”। বৃষ্টিমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান যেন প্রকৃতির ছোঁয়ায় পেয়েছিল ভিন্ন মাত্রা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা জালালাবাদ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও জালালাবাদ জেলার সাধারণ শিক্ষার্থীরা।

পরিষদের সভাপতি মাজরাহুল ইসলাম তানভীর বলেন, “আমরা সিলেটিরা আড্ডা ও গল্পপ্রিয় মানুষ। তাই নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন করেছি। সবাই অংশগ্রহণ করায় আমরা সার্থক।”

সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তানিম বলেন, “আমরা বরাবরই সংস্কৃতিপরায়ণ। নিজেদের মধ্যে বন্ধনকে সমৃদ্ধ করতে প্রায়ই এ ধরনের আয়োজন করি। তবে আজকের বৃষ্টিমুখর সন্ধ্যায় অনুষ্ঠানটি ছিল একেবারেই অনন্য।”

এভাবেই নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে অক্ষুণ্ণ রেখে চলছে জালালাবাদ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!