জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে EDGE - ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণ সমাপনী ও সদন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের নীচ তলায় এই সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও অন্যান্য কিট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, `প্রথমেই আমি দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ প্রোগ্রামের সফলতা কামনা করছি। এই প্রোগ্রামটি সম্প্রসারণের মাধ্যমে দেশের তরুণসমাজকে অদক্ষ থেকে দক্ষ এবং দক্ষ থেকে অতি দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো এই প্রোগ্রামের মধ্য দিয়ে তোমাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের জিডিপি বৃদ্ধি করা। তোমরা যে দক্ষতা অর্জন করেছো তা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে।`
প্রধান অতিথি আরও বলেন, `আমি আশা করি সরকার এই প্রোগ্রামকে না থামিয়ে আরও বর্ধিত করে দেশের অদক্ষদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ অব্যাহত রাখবে। সেই সাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি আহ্বান থাকবে ত্রিশাল ও ময়মনসিংহবাসী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে উপকৃত হতে পারেন সেই পদক্ষেপ গ্রহণ করবে।` এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে শুভ কামনা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য ২০২৪ সালের মার্চ মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এই প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাবে ২৯ টি ব্যাচের মোট ৭২৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। তবে এই সমাপনী অনুষ্ঠানে ২১ টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। এর আগে গতমাসে আনুষ্ঠানিকভাবে ৮টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়েছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। মাইক্রোসফ্ট অফিস প্যাকেজ, বেসিক প্রোগ্রামিং উইথ পাইথন, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সম্পপূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সনদপত্রের সাথে একটি ব্যাগ, নোটবুট ও কলম প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ.এম. কামাল। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী। স্বাগত বক্তব্য রাখেন EDGE Digital Skills Training Program- এর ফোকাল পয়েন্ট ড. হাবিবা সুলতানা এবং মডারেটর হিসেবে দায়ত্ব পালন করেন প্রোগ্রামের সমন্বয়ক রুবাইয়া শাহরিন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রামের সদস্য প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান।
একুশে সংবাদ/এ.জে