ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। সিনেট হলে রাত গভীরেও প্রার্থীদের সমর্থক ও শিক্ষার্থীদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ফল ঘোষণার জন্য সিনেট হলে প্রবেশাধিকার পান সাংবাদিকরা। তবে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে পড়েন। ফলে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দাঁড়ানোর মতো জায়গাও অবশিষ্ট নেই।
সর্বশেষ রাত ১২টা পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। সময় যত গড়াচ্ছে, ততই শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও উত্তেজনা বাড়ছে।
দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।
ভিপি পদে লড়েছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন ও এজিএস পদে চারজন ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী। ভোটগ্রহণে অংশগ্রহণের হার ছিল ৮০ শতাংশের বেশি।
একুশে সংবাদ/এ.জে