ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস. এম. ফরহাদ বড় ব্যবধানে এগিয়ে আছেন।
ঘোষণা পাওয়া হলগুলোর মধ্যে রয়েছে—অমর একুশে হল, সুফিয়া কামাল হল, কার্জন হল, ফজলুল হক হল ও জগন্নাথ হল।
ফলাফল অনুযায়ী চার কেন্দ্র মিলিয়ে এস. এম. ফরহাদ পেয়েছেন ২,০২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ১,২০৮ ভোট। অন্যদিকে আবু বাকের মজুমদার পেয়েছেন ৭৩১ ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফল (জিএস পদ):
কার্জন হল (ফজলুল হক হলের ফল): ফরহাদ ৫৮৯, আবু বাকের ৩৪১, হামিম ২২৮, মেঘমল্লার ৯৯।
অমর একুশে হল: ফরহাদ ৪৬৬, হামিম ১৮০, আবু বাকের ১৪৭, মেঘমল্লার ৮৬।
সুফিয়া কামাল হল: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, আবু বাকের ২১৬, আরাফাত ৪২৮, হামিম ৪০২।
জগন্নাথ হল: ফরহাদ ৫, হামিম ৩৯৮, আবু বাকের ২৭, মেঘমল্লার ১১৭০, আশিক ৭, আরাফাত ১৬৯।
রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা শুরু হয়।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন অংশ নেন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।
একুশে সংবাদ/এ.জে