ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরই অনুমান করেছিলাম। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই সাজানো প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।”
ওই সময় পর্যন্ত ডাকসুর পাঁচটি হলের ফলাফল ঘোষণা হয়। সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক (সাদিক কায়েম) পান ৭,০৭৬ ভোট, আর আবিদুল ইসলাম পান ১,৭৮৯ ভোট।
এর আগে রাত পৌনে ২টার দিকে আলাদা আলাদা হলে ফলাফল ঘোষণা শুরু হয়।
দীর্ঘ ছয় বছর পর আয়োজিত হয় ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবার ডাকসুর ২৮টি পদে লড়েছেন মোট ৪৭১ প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। নির্বাচনে অংশগ্রহণের হার ছিল ৮০ শতাংশের বেশি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

