AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবাই কেন্দ্রে আসুন, যোগ্য প্রার্থীকে ভোট দিন: সাদিক কায়েম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৫২ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সবাই কেন্দ্রে আসুন, যোগ্য প্রার্থীকে ভোট দিন: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিনভর তার ফেসবুক আইডি সাইবার হামলার কারণে নিষ্ক্রিয় থাকলেও রাতে পুনরায় সচল হয়। রাত ১০টার দিকে তিনি নিজের ফেসবুকে এক পোস্টে লিখেন— “হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আলোকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও লেখেন, “আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে সবাইকে ভোটকেন্দ্রে আসতে হবে। আপনার মূল্যবান ভোটটি দিন যোগ্য প্রার্থীকে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলবে স্বপ্নের ক্যাম্পাস।”

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেবেন। এবারের নির্বাচনে একজন ভোটারকে দিতে হবে মোট ৪১টি ভোট— ডাকসুর ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদের জন্য।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!