ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াত সমর্থিত ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা সাইবার হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয় প্যানেলের একাধিক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বলে অভিযোগ ওঠে।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের অ্যাকাউন্ট সকালে অকার্যকর হয়ে পড়ে। একবার পুনরুদ্ধার করলেও দুপুরে আবার তা ডিজেবল হয়ে যায় বলে জানান নেতাকর্মীরা। একইভাবে জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, “আমার অ্যাকাউন্টও লক হয়ে গিয়েছিল, পরে পুনরুদ্ধার করেছি। তবে কতক্ষণ টিকে থাকবে জানি না। ভেরিফায়েড আইডিও যখন নিরাপদ নয়, তখন বোঝাই যাচ্ছে আমাদের লক্ষ্য করে হামলা হচ্ছে। এভাবে কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কারণ শিক্ষার্থীরা এই সাইবার আক্রমণ ও বুলিংয়ের জবাব দেবে।”
অন্যদিকে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং শিবিরের মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল হয়ে যায় বলে অভিযোগ করেছে সংগঠনটি। সাজ্জাদ হোসাইন বলেন, “আমার ফেসবুক আইডি সরাসরি সাইবার আক্রমণের মাধ্যমে সাসপেন্ড করা হয়েছে। আমাদের প্যানেলের অন্যদের অ্যাকাউন্টও একইভাবে টার্গেট হচ্ছে।”
এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে অবস্থান জানাবেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে