বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে কবি নজরুল কলেজ ছাত্রদল শাখা ।
আজ বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) বিকেল সাড়ে চারটায় কলেজের মুক্ত মঞ্চে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহব্বায়ক সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু। কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কে এম সিরাজ ইসলাম। যুগ্ম-আহব্বায়ক রোমান আহমেদ, কামরুল ইসলাম কাননসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
উক্ত দোয়া ও আলোচনা সভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার আত্মার মাগফেরাত কামনা এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পর্ব অতিক্রম করছে। আপনারা জানেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমাদের ধানের শীষের প্রার্থী যাকেই চুূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হোক না কেন, আমরা তার পক্ষেই দেশব্যাপী নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাব এবং তাকে বিজয়ী করার জন্য আমাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাবো এবং সহযোগিতা করব।
তিনি বলেন, যারা বাংলাদেশকেই চায় নাই স্বাধীনতাকে চায় নাই এখন তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হবে এবং জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে সেটা আমরা গত ১৭ বছরে পার করে এসেছি। এখন তারা নিত্যনতুন দাবি তুলছে যেগুলো আমরা তখন পাইনি। তখন তারা আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিল।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম অঙ্গীকার হলো, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। দ্বিতীয় অঙ্গীকার গণহত্যার বিচার নিশ্চিত করা। তৃতীয় অঙ্গীকার বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা।
তিনি আরও বলেন, যে স্লোগানটি আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হলো আমাদের মূল কথা। যারা এই ধারায় বিশ্বাসী তারাই আগামী রাজনীতিতে জনগণের মনে স্থান করে নিতে পারবে। আর যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে জনগণ যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে।
সর্বশেষে তিনি বলেন, খুনি শেখ হাসিনা সর্বশেষ ২৪ এ যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার শিকার হয়েছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। ২৪ এর গণহত্যায় কবি নজরুল কলেজের চার জন শিক্ষার্থী শহীদ হয়েছে। গত জুলাইয়ে এই ক্যাম্পাসে আমরা একটা প্রগ্রাম কারেছিলম সেখানে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, চার শহীদের নামে একটা শহীদ চত্বর স্থাপন করবো। আজকে আবারো আমি আপনাদের মাঝে সেকথার পূনরাবৃত্তি করছি পরবর্তীতে যখন সুযোগ আসবে আমরা তাদের স্মৃতি ধরে রাখার জন্য একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করবো ইনশাআল্লাহ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

