AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবির ফার্মেসী বিভাগে শিক্ষক সংকট: প্রায় ৪ ঘণ্টা  অবরুদ্ধ প্রশাসনিক ভবন


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০৫:৫১ পিএম, ৩ আগস্ট, ২০২৫

কুবির ফার্মেসী বিভাগে শিক্ষক সংকট: প্রায় ৪ ঘণ্টা  অবরুদ্ধ প্রশাসনিক ভবন

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রায় ৪ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা। 

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা- ‍‍`অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার,‍‍` ‍‍`অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার‍‍`, ‍‍`পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন‍‍`, ‍‍`নো টিচার, নো ক্লাস‍‍` ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। 

পরবর্তীতে বিকাল তিনটার দিকে বিভাগের শিক্ষার্থীদের পক্ষ হতে তিনজন ছাত্র প্রতিনিধি উপাচার্যের দপ্তরে সরাসরি মিটিংয়ে করার পর সাড়ে ৩টার দিকে তিন ছাত্র প্রতিনিধিসহ উপাচার্য, প্রক্টর এবং ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা প্রশাসনিক ভবন তালা মুক্ত করেন। 

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, ‍‍`ইউজিসি থেকে আগামী ৬ আগস্ট একটি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি টিম সেখানে যাবে এবং যাবতীয় বিষয়ে কথা বলবে। ৬ তারিখ অবধি অপেক্ষা করার অনুরোধ করছি।‍‍`

পরবর্তীতে ছাত্র প্রতিনিধিদের একজন ২০২০-২১ বর্ষের নাঈম ভূঁইয়া বলেন, ‍‍`মিটিংয়ে আমরা সরাসরি ইউজিসির সাথে কথা বলেছি। আগামী ৬ তারিখ একটি মিটিং আছে, সেখানে শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা করা হবে। তাই আমরা আগামী ৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। যদি এরপরেও কোন সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করব।‍‍`

এরআগে গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সাথে আলোচনার সময় সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন। তৎক্ষনাৎ বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না আসলে কোনপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!