বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
সোমবার (২৮ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির যেসব শিক্ষার্থী ফুল ফান্ডেড স্কলারশিপে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে, তাদের সম্মানে আগামী ০৩আগস্ট বিকাল চারটায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের সেমিনার কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ০১আগস্টের মধ্যে একটি অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
একুশে সংবাদ/এ.জে