কুমিল্লার তিতাসে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলার গাজিপুরস্থ কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. সাহিদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।
অধ্যক্ষ জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, কলেজ পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সি জসিম উদ্দিন আহমেদ, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, জিনিয়াস স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও তিতাস মিশন স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ফরহাদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে