দীর্ঘ অচলাবস্থার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পুনরায় শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (২৭ জুলাই) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে নির্ধারিত তারিখে ক্লাস শুরু হবে।
তিনি বলেন, "পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবার থেকেই পাঠদান শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের আগেই হল ও আবাসনে ফিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।"
উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় কুয়েট প্রশাসন ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলন ও অনশন কর্মসূচির কারণে পরিস্থিতি আরও জটিল হয়। আন্দোলনের মুখে ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্যকে অপসারণ করে সরকার।
এরপর ১ মে ভারপ্রাপ্ত উপাচারক হিসেবে দায়িত্ব পান চুয়েটের অধ্যাপক ড. মো. হযরত আলী। যদিও ৪ মে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাননি। তারা শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
পরবর্তীতে, গত ২১ মে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন ড. হযরত আলী। এতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দীর্ঘায়িত হয়।
সবশেষে গত ২৪ জুলাই নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।
একুশে সংবাদ/এ.জে