AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষক নিয়োগের আশ্বাসে ক্লাসে ফিরলেন কুবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০১:২১ পিএম, ২১ জুলাই, ২০২৫

শিক্ষক নিয়োগের আশ্বাসে ক্লাসে ফিরলেন কুবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা। এরই মধ্যে বিভাগটির শিক্ষার্থীদের কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করে। অবশেষে উপাচার্যের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরেছেন তারা। 

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। 

পরবর্তী এক ঘণ্টার মধ্যে আশানুরূপ কোন সিদ্ধান্ত না এলে প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এরপর পৌনে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন। 

এসময় উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, ‍‍`আমার ইউজিসির পরিচালকের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন আগামী সপ্তাহের মধ্যে চিঠি পাঠাবেন। চিঠি আসলে আমরা পরের সপ্তাহেই সার্কুলার দিতে পারব। তারপর ভাইভা ও সিন্ডিকেটের সভা এগুলা শেষ করে আগামী ১ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।‍‍` 

এসময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো পদক্ষেপ না নেওয়া হলে তারা আবারও আন্দোলনে ফিরবেন এবং প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। 

এবিষয়ে ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইঁয়া বলেন, ‍‍`আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা প্রশাসনিক ভবনের সামনে যাই তালা দেওয়ার জন্য। তৎক্ষণাৎ প্রশাসন থেকে কল দিয়ে এক ঘণ্টার সময় নেন আলোচনা করার জন্য। আমরা তালা না দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেই। তারপর উপাচার্য স্যার আসেন এবং আমাদের কাছে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়ে নেন। আমরা প্রশাসনকে সময় দিয়েছি এবং এই কয়দিন প্রতিটা পদক্ষেপ নজরে রাখবো। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি।‍‍`


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!