AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি বিক্ষোভ মিছিল



গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে  যবিপ্রবি বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন "জুলাই বিপ্লব মঞ্চ"-এর আহ্বানে শহীদ মসিয়ূর রহমান হল (শ.ম.র) থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস। তাদের স্লোগান ছিল—"ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "গোপালগঞ্জের কি হাল, ছাত্রলীগের পাছা লাল", "হাসনাত-সারজিসের আর্তনাদ, গর্জে উঠুক প্রতিবাদ!", "আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না", "আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "রাজপথ ছাড়ি নাই, জুলাই-আগস্ট ভুলি নাই", "মুজিববাদ নিপাত যাক, বিপ্লবীরা মুক্তি পাক", "সমাবেশে হামলা করে, প্রশাসন কি করে?", "এই হামলা করলো কারা? আওয়ামী দোসর যারা"—ইত্যাদি।

জুলাই বিপ্লব মঞ্চের সভাপতি তপু ইসলাম বলেন, “রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের যারা প্রকৃত স্টেকহোল্ডার, আজ সন্ত্রাসী ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। অনতিবিলম্বে এই আওয়ামী জঙ্গীদেরকে গ্রেফতার করতে হবে। একই সাথে এই হামলা প্রমাণ করে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

আমরা দেখতে পাচ্ছি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এই ধারা চলতে থাকলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।”


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!