জুলাই স্মৃতি স্মরণে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। তারই অংশ হিসেবে জুলাই বিপ্লবে পাবনার অন্যতম শহীদ জাহিদুল ইসলামের কবর জিয়ারত করেছেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
বৃহস্পতিবার (১০ জুলাই) যোহর নামাজ পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে তিনটি মাইক্রোবাসে করে শহীদ জাহিদুল ইসলামের বাড়িতে যান। সেখানে শহীদ জাহিদের পরিবারের সাথে মতবিনিময় শেষে তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে পাবনা সদর থানার ভাঁড়ারা ইউনিয়নের চর বলরামপুর কবরস্থানে যান। সেখানে উপস্থিত হয়ে তারা শ্রদ্ধাভরে শহীদ জাহিদুল ইসলামের কবর জিয়ারত করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান সহ ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, সহকারী প্রক্টর মো. আরিফুল ইসলাম, সহকারী ছাত্র উপদেষ্টা মো. আসলাম হোসাইন ও মো. ইমরান হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র হল-২ এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র হল-১ এর সহকারী হল প্রভোস্ট মো. আল ফাহাদ ভূইয়া সহ শহীদ জাহিদুল ইসলামের পিতা মো. দুলাল উদ্দিন, বড় ভাই তৌহিদুর রহমান, ছোট ভাই নাহিদ সহ তার পরিবারের অন্যন্ন সদস্যরাও উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও মোনাজাত পরিচালনা করেন পাবিপ্রবির ছাত্র হল-১ এর মসজিদের ইমাম মুফতি সাখাওয়াতুল্লাহ। মোনাজাতে শহীদ জাহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাকে শহীদের মর্যাদায় কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। শহীদদের স্মরণে ও তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের কর্মসূচিকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শহীদ জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক বিভাগে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। ৪ আগস্ট পাবনা ট্রাফিক মোড়ে পাবনা সদর থানার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খাঁন ও তার সহযোগীদের অতর্কিত গুলিবর্ষণে শহীদ হন।
একুশে সংবাদ/এ.জে
