AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চবির ৩ শিক্ষার্থী , একজনের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি
১২:১১ পিএম, ৮ জুলাই, ২০২৫

সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চবির ৩ শিক্ষার্থী , একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সাগরে ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান।

নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং কে এম আনিছুর রহমানের ছেলে। নিখোঁজ অপর দুই শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের বাড়ি বগুড়ায়।

তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং শহিদ মো. ফরহাদ হোসেন হলে আবাসিক ছিলেন। সোমবার রাতে নিজেদের উদ্যোগে চারজন কক্সবাজারে ভ্রমণে যান। সকালে তিনজন হিমছড়ি সৈকতে গোসলে নামলে তারা সাগরের স্রোতে ভেসে যান।

চবি সহকারী প্রক্টর ও একই বিভাগের শিক্ষক ড. সাঈদ বিন কামাল চৌধুরী জানান, স্থানীয় জেলেরা সাবাবের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে কাজ চলছে। ঘটনাটি জানিয়ে পরিবার ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারে রওনা হয়েছেন।

ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!