AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে জেএনইউডিএস-এর "ডিবেট প্রিমিয়ার লিগ ২০২৫" অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৃজন সাহা,জবি প্রতিনিধি
১২:৫১ পিএম, ২৫ মে, ২০২৫

জবিতে জেএনইউডিএস-এর

“বিতর্কে শাণিত চৈতন্য” স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JnUDS) আয়োজিত ডিবেট প্রিমিয়ার লিগ ২০২৫ জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।

গত ২৩ মে (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন, অবকাশ ভবন ও শহীদ সাজিদ ভবনের নিচতলায় ১৮টি ভেন্যুতে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।

ডিবেটিং সোসাইটি সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় ৩৬টি দলের ১০৮ জন বিতার্কিক অংশ নেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৪০ জন অভিজ্ঞ বিতার্কিক।

ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বির বলেন,“৩৬টি দলের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬টি দল অক্টোফাইনালে উত্তীর্ণ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আজকের পর্বে সেমিফাইনাল পর্যন্ত হবে এবং ঈদের পর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,“টুর্নামেন্টের পরিসর বড় হওয়ায় যথেষ্ট সংখ্যক অভিজ্ঞ বিচারক রাখা হয়েছে। গুণগত মান বজায় রাখতে বাইরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকদের বিচারক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন,“শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, যুক্তির তীব্র সংঘর্ষ, নিজ নিজ অবস্থান তুলে ধরার দারুণ প্রচেষ্টা—সব মিলিয়ে অসাধারণ ও চমৎকার একটি আয়োজন হয়েছে। এরকম আয়োজন নিয়মিত হোক, সেটাই প্রত্যাশা।”

 

একুশে সংবাদ/ চ.প্র /এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!