ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার (২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।
ইশরাক হোসেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য।
রিটে তিনি উল্লেখ করেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে বৈধভাবে মেয়র ঘোষণার পরও তাঁকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি, যা সংবিধান ও আইনপরিপন্থী।
এর আগে গত ২২ মে একটি রিটে ইশরাককে শপথ নিতে না দেওয়ার আবেদন জানানো হলে হাইকোর্ট তা খারিজ করে দেয়। আদালত বলে, আবেদনকারীর রিট করার এখতিয়ার ছিল না এবং নির্বাচনী ফোরামের বিষয় হাইকোর্টে আনা সমীচীন হয়নি।
উল্লেখ্য, গত ১৪ মে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনাল বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত ঘোষণা করে রায় দেন। তবে এরপরও তাঁকে শপথ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ইশরাক।
বর্তমানে এই রিটের শুনানির জন্য হাইকোর্টের আদেশের অপেক্ষায় রয়েছেন তিনি।
একুশে সংবাদ/ চ.ট /এ.জে