‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় আয়োজিত এই মেলার মূল লক্ষ্য জমি সংক্রান্ত ডিজিটাল সেবাগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ান সরবরাহ, মৌজার ম্যাপ ও সার্টিফায়েড কপি পাওয়ার সুবিধা তুলে ধরা হয়, যা কোনো ধরনের হয়রানি ছাড়াই পাওয়া যাবে।
মেলার উদ্বোধনী দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক গৌতম কুমার সরকার, আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবাগুলোর ব্যবহার এবং এগুলোর মাধ্যমে জমির মালিকরা কীভাবে ঘরে বসে খাজনা পরিশোধ, ই-নামজারি আবেদন এবং ই-পর্চা সংগ্রহ করতে পারবেন সে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়।
একুশে সংবাদ/ রা.প্র /এ.জে