ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক সাক্ষাৎকালে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
উপাচার্য বলেন, “ডিআইইউ শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। তাই পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা যে কোনো ধরনের অনৈতিকতা বরদাশত করা হবে না।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক ইউনিটকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কড়া নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে, যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।
শিক্ষার্থীদের প্রতি নৈতিক শিক্ষার গুরুত্ব আরোপ করে উপাচার্য বলেন, “সফলতা কেবল সনদে নয়, বরং সততা ও চারিত্রিক গুণাবলীর মাধ্যমে অর্জিত হয়। আমরা চাই, ডিআইইউ থেকে পাশ করে যাওয়া প্রতিটি শিক্ষার্থী যেন দেশ ও জাতির গর্ব হয়ে উঠতে পারে।”
ডিআইইউ সাংবাদিক সমিতির প্রশংসা করে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় তোমাদের। তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিপূরক শক্তি হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠতা নিয়ে কাজ করো। ইতোমধ্যে ভালো কাজ করছো—ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাও।”
একুশে সংবাদ/এ.জে