পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যানারের ভুল চোখে পড়ায় সেটি সরিয়ে ফেলা হয়।
তবে ব্যানারের ভুল সংক্রান্ত একটি সংবাদ লিখতে গিয়ে নামসর্বস্ব একজন সাংবাদিকের ভুলে ভরা সংবাদটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আর এসব অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নামধারী ছাত্রদল নেতা তানভীর আহমেদের বিরুদ্ধে।
একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, পবিপ্রবির ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ অনুষ্ঠানের ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে গিয়ে ১৫টি বানানই ভুল লিখেছেন তিনি। তিনি সংবাদের বক্তব্য নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের সাথেও ফোনে কথা বলেন। তবে তার এমন ত্রুটিপূর্ণ সংবাদ তার পেশাদারিত্ব ও সাংবাদিকতার কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংবাদটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের অনুষদের নাম, শিক্ষকের নামসহ একাধিক ভুল শব্দের ব্যবহার হয়েছে। এমনকি এরকম একটি ভুল বানান-সমৃদ্ধ সংবাদ কিভাবে একটি পত্রিকায় প্রকাশিত হয় সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। এছাড়াও তানভীর আহমেদের বিরুদ্ধে রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসে প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠা করার অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে সংবাদটির প্রতিবেদক তানভীর আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বানান ভুলকে স্বাভাবিক বিষয় হিসেবে আখ্যায়িত করে বলেন, “সংবাদে বানান ভুল স্বাভাবিক বিষয়। এটা তো সংবাদ, আবার সংশোধন করে নিলেই হয়। এরকম ভুল স্বাভাবিক বিষয়।”
তবে তিনি পত্রিকার সম্পাদকের উপর দায় চাপিয়ে বলেন, “পত্রিকার সম্পাদকের কাজ হলো নিউজ সংশোধন করে প্রকাশ করা। নিউজের বানান তো এডিটোরিয়াল বডির দেখার দায়িত্ব।”
এ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সংশ্লিষ্ট পত্রিকার প্রতিনিধি কোনও রকম সংশোধন না করে নিউজটি পাঠিয়েছেন। এটা দ্রুতই সংশোধন করে নেব।”
রাজনীতির পাশাপাশি তিনি এর আগে কয়েকবার শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এমনকি তার বিরুদ্ধে গত বছর শিক্ষার্থীদের স্বাক্ষর জালের অভিযোগও উঠেছে। তুমুল সমালোচনার মুখে তিনি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমাও চান।
একুশে সংবাদ/ এ.জে