নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ভাবিকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দেবর। আহত গৃহবধূ মিন্নি আক্তার (২১) বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিন্নি আক্তার জানান, তার দেবর লিমন মিয়া (২১) স্থানীয় একটি অসামাজিক চক্রের সঙ্গে জড়িয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। দুপুরে লিমন তার কাছে মাদক সেবনের জন্য ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে লিমন ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং পরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।
তিনি আরও অভিযোগ করেন, লিমন আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৩৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে