AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নজরুল পদক ২০২৫ পাচ্ছেন ড. রশিদুন্ নবী ও ইয়াকুব আলী খান



নজরুল পদক ২০২৫ পাচ্ছেন ড. রশিদুন্ নবী ও ইয়াকুব আলী খান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ ‘নজরুল পদক ২০২৫’-এর জন্য গবেষণা ও সংগীত শাখায় যথাক্রমে অধ্যাপক ড. রশিদুন্ নবী এবং জনাব ইয়াকুব আলী খান-কে মনোনীত করা হয়েছে। আজ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে এই মনোনয়ন চূড়ান্ত করেন।

অধ্যাপক ড. রশিদুন্ নবী দেশের ভাষা ও সাহিত্য গবেষণায় দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রেখে চলেছেন। অন্যদিকে, ইয়াকুব আলী খান নজরুল সংগীতের একজন প্রখ্যাত শিল্পী, যিনি দীর্ঘদিন ধরে নজরুল সংগীত চর্চা, প্রচার ও প্রসারে নিবেদিতভাবে কাজ করে আসছেন।

কমিটির সদস্য-সচিব এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) জানান,
“আমরা বিশ্বাস করি, এ বছরের মনোনীত গুণীজনেরা তাঁদের কর্ম ও সাধনার মাধ্যমে নজরুল চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।”

উল্লেখ্য, ‘নজরুল পদক’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও কর্মচেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর গবেষণা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদানের লক্ষ্যে প্রদান করা হয়ে থাকে।

 

একুশে সংবাদ/ এ.জে
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!