AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাংকিংখাতে তরুণদের সম্পৃক্ততা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপ-উপাচার্য



ব্যাংকিংখাতে তরুণদের সম্পৃক্ততা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে “Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে আমাদের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। ব্যাংকিংসহ বিভিন্ন খাতে তাদের সম্পৃক্ততা ও নেতৃত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার শিক্ষার্থীরা শুধু চাকরির প্রত্যাশী নয়, বরং উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে প্রস্তুত হচ্ছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকিং খাত এখন একটি প্রযুক্তিনির্ভর সৃজনশীল ক্ষেত্র। এখানে ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল ব্যাংকিং এবং সাইবার সিকিউরিটির মতো বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ কোটি ৬০ লাখ কর্মক্ষম তরুণ রয়েছে, যাদের দক্ষ জনসম্পদে পরিণত করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।”

কর্মশালার বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রফেসর ড. গোলাম রাক্কিবু, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মামুর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তাজুল হোসেন তাজ এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফ নেওয়াজ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধ্রুব দ্যুতি বিশ্বাস ও মোস্তাকিমা ইয়াসমিন রাশি।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ব্যাংকিং খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের পাশাপাশি প্রাইম ব্যাংকের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/খুবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!