AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মশা নিধনে পাবিপ্রবির বঙ্গবন্ধু হলে করা হলো ফগিং



মশা নিধনে পাবিপ্রবির বঙ্গবন্ধু হলে করা হলো ফগিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় মশা নিধনে ফগিং করেছে হল প্রশাসন। 

‎শুক্রবার (২ মে) সন্ধা ৬টার দিকে বঙ্গবন্ধু হলে এই ফগিং কার্যক্রম চালানো হয়।

‎মশার প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে আসছিলো দীর্ঘদিন ধরেই। সম্প্রতি মশার প্রকোপ তীব্র আকার ধারণ করলে অতিষ্ঠ হয়ে পড়ে আবাসিক শিক্ষার্থীরা। হলের ডাইনিং, রিডিং রুম, টিভি রুম, পত্রিকা রুম, নামাজ রুম কোথাও যেন নিস্তার ছিলোনা মশার প্রকোপ থেকে। 

‎শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে সময় বিলম্ব না করেই দ্রুতই কার্যকর পদক্ষেপ নিলো হল প্রশাসন। হলের চারপাশে, ড্রেন, ডাইনিং এবং হলের ভেতরেও করা হয়েছে ফগিং। 

‎শিক্ষার্থীরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস। শিক্ষার্থীরা বলছে দ্রুত সময়ের মধ্যে মশা নিধনে পদক্ষেপ নেওয়ায় তারা কিছুটা হলেও মশার প্রকোপ থেকে রক্ষা পাবেন। 

‎বাংলা বিভাগের শিক্ষার্থী ফেরদৌস রহমান বলেন, ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে হল প্রশাসন নিয়মিত মশা নিধনের কাজ করে যাচ্ছে যা প্রশংসনীয়। এজন্য আমি হল প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে, হল প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা এর পরবর্তীতে কোনো বিষয়ে যাতে দাবি জানাতে না হয়। আমাদের সুবিধা-অসুবিধাগুলো যেন তারা পর্যবেক্ষণ-পর্যালোচনা করে দ্রুত সমাধান করেন। বিশেষ করে ফ্যানের ব্যবস্থা, ডাইনিংয়ের খাবর মান উন্নয়ন, হলে ক্যান্টিন স্থাপন ও ফ্রিজ ব্যবহারের সুবিধা সহ যাবতীয় সমস্যার সমাধান করে আমাদের সুন্দর লেখাপড়ার পরিবেশ তৈরি করে দিবে এই কামনা করি।

‎সহকারী হল প্রভোস্ট মো: ফারুক গাজী বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা হল প্রশাসন সর্বদা কাজ করে আসছি। আমরা নিয়মিত শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যেই হলের পেছনের পাশটা পরিষ্কার করেছি। আমরা হলকে কিভাবে  পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেজন্য কাজ করে আসছি। আমরা হলের ভেতরেও ইতিমধ্যে পরিষ্কার করেছি এবং এখানে শোভাবর্ধনের জন্য ফুলগাছ লাগানোর পরিকল্পনাও আছে। আমরা হল প্রশাসন এমনভাবে কাজ করছি যেন সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের আর অভিযোগ দিতে না হয়। আমরা প্রতি সপ্তাহে মশার এ বিষয়টি মনিটরিংয়ে রাখবো এবং দরকার হলে আমরা আবারও এমন ফগিং কার্যক্রম চলমান রাখবো।

 

একুশে সংবাদ/পাবিপ্রবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!