AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৮:৩৫ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন জেলেসহ একটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শাহপরীরদ্বীপের ডেইলপাড়ার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি সীমান্তচৌকি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর আটক করা হয়।

অপহৃতদের মধ্যে রয়েছেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ফেরত আসা জেলেদের কাছ থেকে জানা গেছে— নাইক্ষ্যংদিয়া এলাকায় আরাকান আর্মির দুটি স্পিডবোট এসে ট্রলারটি জেলেসহ ধরে নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট একই এলাকায় টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে আরও পাঁচ জেলেকে অপহরণ করেছিল এই সশস্ত্র গোষ্ঠী।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!