AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে ইউএনও’র অভিযানে অবৈধ জাল জব্দ ও ধ্বংস


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:৪০ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

মিরপুরে ইউএনও’র অভিযানে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন খাল-বিল থেকে অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা এলাকার খাল-বিল থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করেন।

তিনি জানান, মৎস্য সম্পদের সুরক্ষা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। অত্যন্ত দুঃখজনক যে, মিরপুর উপজেলার কয়েকজন মানুষ সামান্য অর্থের লোভে বিভিন্ন নদী, নালা ও খাল-বিলে চায়না দুয়ারী, কারেন্ট জাল ও বেহুন্দি জাল ব্যবহার করে ছোট ও অপরিণত মাছ ধরে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের অপরাধে ন্যূনতম এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। ইউএনও নাজমুল ইসলাম সবাইকে নদী, নালা ও খাল-বিলে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!