সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (সিকৃবিসাস)-এর ২০২৪-২৫ সেশনের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর-এর সিকৃবি প্রতিনিধি এস এম রায়হানুল নবী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এডুকেশন টাইমস-এর প্রতিনিধি মাহমুদুর রহমান।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন।
সিকৃবিসাসের গঠনতন্ত্র অনুযায়ী, কার্যনির্বাহী পরিষদের প্রতিটি পদের জন্য একক প্রার্থী থাকায় সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা:
দপ্তর সম্পাদক: মো. মাসুদুর রহমান খোন্দকার
অর্থ সম্পাদক: আইনুল হক
নির্বাহী সদস্য: আদিব হাসান প্রান্ত
সাধারণ সদস্য: মো. মোবাশশির রহমান, মো. আল আমিন বাপ্পী, তামীম জামান ও কামরুজ্জামান সজীব
নবনির্বাচিত সভাপতির বক্তব্য:
এস এম রায়হানুল নবী বলেন, “সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য এক গৌরবময় দায়িত্ব এবং চ্যালেঞ্জ। এই পদকে আমি শুধু সম্মান নয়, একটি নৈতিক দায়িত্ব হিসেবেই গ্রহণ করেছি। সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে আমাদের কলম চলবে—নির্ভীকভাবে, অবিচলভাবে। পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করবো। আমরা সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাহসী ভূমিকা রাখবো।”
তিনি আগের কমিটির সকল সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদকের বক্তব্য:
মাহমুদুর রহমান বলেন, “সংবাদপত্রকে সমাজের আয়না বলা হলেও, বিগত ১৬ বছরে তার প্রতিফলন আমরা অনেক সময় পাইনি। মিথ্যা ও চাটুকার সাংবাদিকতার কারণে দেশে ফ্যাসিবাদের পরিবেশ তৈরি হয়েছে। ক্যাম্পাস সাংবাদিকতায়ও ছিল স্বৈরাচারী গোষ্ঠীর ছায়া। সত্য প্রকাশে বহু সাংবাদিক হুমকি-জুলুমের শিকার হয়েছেন। আমরা নতুন স্বপ্নে, সত্য-নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শে বিশ্বাসী। দেশের প্রেক্ষাপটে সিকৃবি ক্যাম্পাসকে সংবাদ মাধ্যমে সম্মানজনকভাবে তুলে ধরতে চাই। এই দায়িত্বে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং নতুন কমিটির সবাইকে অভিনন্দন।”
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

