AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি পর্যন্ত রেললাইন স্থাপনের সুপারিশ সংসদ সদস্যের


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৪:৫১ পিএম, ২৭ মে, ২০২৪

ইবি পর্যন্ত রেললাইন স্থাপনের সুপারিশ সংসদ সদস্যের

মাগুরা জেলা রেললাইনের চলমান কাজের সঙ্গে সংযুক্ত করে ঝিনাইদহ শহর হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পর্যন্ত রেললাইন স্থাপনের সুপারিশ করেছেন ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার।

রোববার (২৬ মে) তিনি সরকারের রেলমন্ত্রী জিল্লুল হাকিম বরাবর এ লিখিত আবেদন দেন। লিখিত আবেদনে সংসদ সদস্য বলেন, ৬ উপজেলার সমন্বয়ে গঠিত ঝিনাইদহ জেলার অধিকাংশ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা নিজেদের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী, শাক-সবজি, পাট ও পাটজাত দ্রব্যাদি চালান করে থাকে। ঝিনাইদহ সদর উপজেলা ও আমার নির্বাচনী এলাকায় কোন রেললাইন না থাকায় রেললাইন জরুরী প্রয়োজন। পূর্বে ঝিনাইদহ জেলা সদরে রেললাইন থাকলেও তা দেশ বিভাগের সময়ে বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ১৯১৩-১৪ সালে জে.জে (যশোর-ঝিনাইদহ) রেল কোম্পানি গঠন করে রেলপথ নির্মিত হয়। সড়ক পথ ছাড়া আর কোন ব্যবস্থা না থাকায় বর্তমানে মাগুরা চলমান রেল লাইনের কাজের সাথে ঝিনাইদহ যুক্ত করে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন স্থাপনের জোর দাবি উঠেছে। যা আমার নির্বাচনী এলাকাসহ ঝিনাইদহ জেলার আপামর জনসাধারনের দাবি। মাগুরা চলমান রেল লাইনের কাজের সাথে ঝিনাইদহকে যুক্ত করে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য জোর সুপারিশ করছি।

 

একুশে সংবাদ/ইবি/সা.আ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!