AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববিতে বক্সের উচ্চশব্দে অতিষ্ট শিক্ষার্থীরা


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
১২:৫৪ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৩
ববিতে বক্সের উচ্চশব্দে অতিষ্ট শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগ, সামাজিক সংগঠন, ক্লাব ও বন্ধু সার্কেলদের কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চশব্দে বক্সে গান বাজানো ও ক্রিকেট ধারাভাষ্য এখন একটি দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনাসহ নানা ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের৷ 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী শামীম আহসান বলেন,বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর সাংস্কৃতিক অনুষ্ঠান কখনোই উচ্চ মাত্রার শব্দ দূষণের প্রতি গুরুত্ব দিচ্ছে না। আমাদের ছোটো ক্যাম্পাস হওয়ায় আবাসিক হল গুলো কেন্দ্রীয় মাঠের কাছাকাছি।অনেকের পরদিন সেমিস্টার ফাইনাল, মিডটার্ম সহ বিভিন্ন পরীক্ষা ও ভাইভা থাকে, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটে চলেছে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নামাজের সময়েও গান বাজনা চলে৷ বিশ্ববিদ্যালয়ের আশে পাশে আবাসিক এলাকা রয়েছে সার্বিক বিবেচনায় এগুলোর লাগাম টানা উচিৎ৷

নামপ্রকাশ না করার শর্তে আরেক আবাসিক শিক্ষার্থী জানান, আজ (সোমবার) আমার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা কিন্তু গতকাল রাতে মাঠে যে পরিমাণ উচ্চশব্দে গান ও ক্রিকেট ধারাভাষ্য দিয়েছে তাতে পড়াশুনা সহ আমি ভালোভাবে ঘুমাতেও পারিনি৷ ডিসেম্বর মাস যেখানে প্রতিটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলে সেখানে রাত ২টা ৩টা পর্যন্ত এসব প্রোগ্রাম চলে৷  এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না৷ কর্তৃপক্ষের কাছে আবেদন বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া৷ 

এ বিষয়ে প্রক্টর ড.মো. খোরশেদ আলম বলেন, ক্যাম্পাসে অবস্থান করে রাত ১০টার পর গান বাজনা বন্ধ করতে শীঘ্রই আমরা নোটিশ দিয়ে সকল বিভাগকে জানিয়ে দিব৷ 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!