AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীনদের পদচারণায় মুখরিত পাবিপ্রবি ক্যাম্পাস



নবীনদের পদচারণায় মুখরিত পাবিপ্রবি ক্যাম্পাস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ৩০ একরের ক্যাম্পাস।

 

শনিবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে ক্লাস শুরু হয়েছে।

 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে অংশ নিতে সকাল থেকে ছুটে আসে নবীন শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

 

সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রথম দিন ক্লাসে ছিলো শিক্ষকদের পক্ষ থেকে নানাবিধ দিক নির্দেশনা। এছাড়াও ক্লাস শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা যায় উচ্ছাস উদ্দীপনা।

 

একুশে সংবাদ/দ.ক.প/জাহা

 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!