জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সমাবর্তন। এবারের সমাবর্তনে ৩১ হাজার ৬৯২ জন গ্র্যাজুয়েট ও গবেষককে ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তনপ্রাপ্তদের মধ্যে ৬৬৩ জনকে পিএইচডি ও ১১৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। অপরদিকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষককে দেওয়া হবে স্বর্ণপদক।
এছাড়া ইভিনিং বা উইকেন্ড প্রোগ্রামের আওতায় ৮ হাজার ৭৫ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের সূত্রমতে, এবারের সমাবর্তনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩৭ টি বিভাগের ১২ হাজার ৪ শত ৮৬ জন, স্নাতকোত্তর শ্রেণিতে ৩৬ টি বিভাগের ১০ হাজার ৩ শত ৭১ জন ও ১৫ টি বিভাগের উইকেন্ড প্রোগ্রামের আওতায় ৮ হাজার ৭৫ জন শিক্ষার্থী ডিগ্রি পাচ্ছেন।
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অর্থনীতি বিভাগ থেকে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ডিগ্রি পাচ্ছেন। এ বিভাগ থেকে ৫৪৮ জন স্নাতক ও ৫০৪ জন শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি পাচ্ছেন। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৫০৬ জন স্নাতক ও ৫০৪ জন শিক্ষার্থী স্নাতকোত্তর শ্রেণিতে ডিগ্রি পাবেন ইতিহাস বিভাগ থেকে।
এছাড়া বাংলা ৪৮৮ জন (স্নাতক) ও ৪০৮ জন (স্নাতকোত্তর), ইংরেজি ৪৩২ জন (স্নাতক) ও ৪১৮ জন (স্নাতকোত্তর), আন্তজার্তিক সম্পর্ক ৪৬০ জন (স্নাতক) ও ৪০২ জন (স্নাতকোত্তর), দর্শন ৪৪৫ জন (স্নাতক) ও ৩৪৪ জন (স্নাতকোত্তর), গণিত ৪২৩ (স্নাতক) ও ৩৭৬ (স্নাতকোত্তর), পদার্থবিজ্ঞান ৩৯৪ (স্নাতক) ৩৪২ (স্নাতকোত্তর), পরিসংখ্যান ৪৩৯ (স্নাতক) ও ৪৭৩ (স্নাতকোত্তর), পরিবেশ বিজ্ঞান ২৪৭ (স্নাতক) ও ১৯৩ (স্নাতকোত্তর), ভূতাত্ত্বিক বিজ্ঞান ২১০ (স্নাতক) ও ১৩১ (স্নাতকোত্তর) , সি.এস.ই. ৩৭৮ (স্নাতক) ও ২৯৫ (স্নাতকোত্তর), আইন ও বিচার ৩০০ (স্নাতক) ও ২৭৪ (স্নাতকোত্তর), আই.বি.এ ৩৩৭ (স্নাতক) ও ১০৯ (স্নাতকোত্তর) , আইআইটি ৩৯০ (স্নাতক) ও ২৮২ (স্নাতকোত্তর) , সরকার ও রাজনীতি ৪৯২ (স্নাতক) ও ৪৩০ (স্নাতকোত্তর), লোক প্রশাসন ৩৬৪ (স্নাতক) ও ২৭৩ (স্নাতকোত্তর), উদ্ভিদ বিজ্ঞান ৩১৯ (স্নাতক) ও ৩০৫ (স্নাতকোত্ত), ফার্মেসি বিভাগ ৩৩৫ (স্নাতক) ও ২৬৮ জন (স্নাতকোত্তর) শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবে।
অপরদিকে উইকেন্ড প্রোগ্রামের আওতায় ১৯৬৫ জন শিক্ষার্থী এমবিএ প্রোগ্রাম (ইএমবিএ) এবং ১৮৩৮ জন শিক্ষার্থী সিএসই থেকে ডিগ্রি পাবেন। এছাড়া আইআইটি ৯৪৪ জন, আইবিএ ৮০১ জন, ইংরেজি ৭৩৬ জন, সরকার ও রাজনীতি ৩৯৭ জন, লোকপ্রশাসন ৩৮১ জন, পরিবেশ বিজ্ঞান ২৫৮ জন, গণিত ২১৮ জন, অর্থনীতি ১৩৮ জন, ভূগোল ও পরিবেশ ১৮৩ জন, পদার্থবিজ্ঞান ৪০ জন, রসায়ন ২৮ জন, পরিসংখ্যান ২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবে।
উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি অংশ নিবেন। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
একুশে সংবাদ.কম/আ.র.আ/বি.এস
আপনার মতামত লিখুন :