AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের টিকার তথ্য সংগ্রহ শুরু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৮ পিএম, ২৪ জুলাই, ২০২১
ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের টিকার তথ্য সংগ্রহ শুরু

করোনা ভাইরাসের টিকা পেতে ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন৷
শুক্রবার (২৩ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে অনাবাসিক শিক্ষার্থীদের এই নির্দেশনা দেয়া হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০), অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষঃ, ২০১৯-২০), অনার্স ২য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৮-১৯), অনার্স ৩য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮), অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৬-১৭), অনার্স ৪র্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষঃ ২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯) ছাত্রদের আগামী ২৩ জুলাই থেকে ২৯ জুলাই তারিখের মধ্যে www.dhakacollege.eshiksabd.com এ শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে৷ এক্ষেত্রে User Name: dcstudent এবং Password: dcstudent ব্যবহার করতে হবে৷

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), অনার্স এবং মাস্টার্স ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর রেজিস্ট্রেশন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে৷
টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

প্রসঙ্গত, এরআগে গত ১২ জুলাই (সোমবার) প্রথম ধাপে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের ১৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছিলো কলেজ প্রশাসন৷


একুশে সংবাদ/হুমায়ুন/ব 
 

Link copied!