সিলেট টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে প্রভাব দেখিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।
দিনের শেষে ১ উইকেটে ৩৩৮ রানে পৌঁছেছে বাংলাদেশ। জয় অপরাজিত ১৬৯ এবং মুমিনুল ৮০ রানে ক্রিজে আছেন। এরই মধ্যে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৫২ রান।
১৭ ইনিংস পর ফিফটি ছুঁয়ে ফেলা মাহমুদুল জয় এখন এগোচ্ছেন ডাবল সেঞ্চুরির পথে। অপর প্রান্তে মুমিনুলও এগোচ্ছেন নিজের আরেকটি টেস্ট সেঞ্চুরির দিকে।
এর আগে সাদমান ইসলাম ও জয়ের ব্যাটে আসে দারুণ সূচনা। দুজন মিলে ১৬৮ রানের জুটি গড়ে দেশীয় টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েন। আইরিশ স্পিনার হামফ্রিসের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান— ১০৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি।
প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রান নিয়ে শেষ করা আয়ারল্যান্ড দ্বিতীয় দিনে আর মাত্র ১৪ বল টিকতে পারে। অতিরিক্ত ১৬ রান যোগ করেই ২৮৬ রানে অলআউট হয় সফরকারীরা।
দিনের শুরুতেই তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ মিলে তুলে নেন আইরিশদের শেষ দুই উইকেট। জর্ডান নেইল ৬০ বলে ৩০ রান করে এলবিডব্লিউ হন তাইজুলের বলে। পরে ব্যারি ম্যাকার্থি ৩১ রানে বোল্ড হয়ে ফেরেন হাসান মাহমুদের শিকারে।
বাংলাদেশের পক্ষে সর্বাধিক তিনটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। দুটি করে নিয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত হাসান মুরাদ। নাহিদ রানা পেয়েছেন একটি উইকেট।
প্রথম ইনিংসের সাফল্যের পর ব্যাট হাতে আরও শক্ত অবস্থান নিয়েছে স্বাগতিকরা। টেস্টের তৃতীয় দিনে লিড আরও বড় করার প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

