AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৬ এএম, ১২ জুলাই, ২০২৫

ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

ফুটবলে চারবারের বিশ্বজয়ী ইতালি সাম্প্রতিক বছরগুলোতে বড় মঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হলেও ক্রিকেটে এবার নতুন এক অধ্যায় শুরু করল দেশটি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের এই দেশ।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে হারের পরও পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান ধরে রাখায় বিশ্বকাপে খেলবে ইতালির ক্রিকেট দল।

হেগে অনুষ্ঠিত শেষ ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ইতালি। জবাবে নেদারল্যান্ডস মাত্র ২২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ডাচরা।

অন্যদিকে, ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটের হিসাবে জার্সিকে পেছনে ফেলে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইতালি। রান রেটে ইতালির অবস্থান ছিল +০.৬১২, যেখানে জার্সির ছিল +০.৩০৬। ফলে সমান পয়েন্ট হলেও ইতালিই পেল ইতিহাস গড়ার সুযোগ।

এদিকে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি করে জার্সিও। নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখে দলটি। এরপর নির্ভর ছিল ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের ওপর। তবে নেদারল্যান্ডস ১৪.১ ওভারের মধ্যে লক্ষ্য স্পর্শ করতে না পারায় বিদায় নিতে হয় জার্সিকে।

নেদারল্যান্ডস পাওয়ার প্লের ৬ ওভারে তুলেছিল বিনা উইকেটে ৬৬ রান, যা জার্সির জন্য আশাজাগানিয়া ছিল। কিন্তু এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচটি ১৭তম ওভারে নিয়ে যায় ইতালি। তাতেই কেবল ম্যাচে নয়, ইতিহাসের পাতাতেও জায়গা করে নেয় দলটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!