AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তনের ইঙ্গিত, ফিরতে পারেন রিশাদ-নাঈম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৩ পিএম, ৫ জুলাই, ২০২৫

সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তনের ইঙ্গিত, ফিরতে পারেন রিশাদ-নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। সিরিজে টিকে থাকতে হলে আগামী শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

 

এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে।

 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে প্রধান পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ডানহাতি পেসার হাসান মাহমুদ কিংবা তরুণ নাহিদ রানা।

 

জ্বরে আক্রান্ত হয়ে প্রথম ওয়ানডে খেলতে না পারা লেগস্পিনার রিশাদ হোসেন সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তাকে একাদশে দেখা যেতে পারে। যদি তিনি খেলেন, তবে বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, যিনি প্রথম ম্যাচে কাফ ইনজুরিতে পড়েন।

 

প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া ওপেনার পারভেজ হোসেন ঈমনের জায়গায় একাদশে ঢুকতে পারেন নাঈম শেখ। অন্যপ্রান্তে ফিফটি করা তানজিদ হাসান তামিম থাকবেন আগের জায়গায়। তিনে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয়।

লিটন দাস প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করে ব্যর্থ হওয়ায় তাকে একাদশের বাইরে রাখা হতে পারে। তার জায়গায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিং অর্ডারে উঠে পাঁচে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।

 

ছয়ে থাকবেন জাকের আলী অনিক, যিনি প্রথম ম্যাচে ফিফটি করে হারের ব্যবধান কমিয়েছিলেন। সাত নম্বরে খেলবেন রিশাদ হোসেন, যিনি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

 

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে দেখা যেতে পারে হাসান মাহমুদ বা নাহিদ রানাকে। স্পিন বিভাগে থাকবেন মিরাজ, রিশাদ এবং প্রয়োজন হলে বিকল্প একজন স্পিনার।

 

সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাহিদ রানা/হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।

 

একুশে সংবাদ//ঢা.পর.ন

Link copied!