AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ চলাকালেই লন্ডনে যাচ্ছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৩ পিএম, ৪ জুলাই, ২০২৫

সিরিজ চলাকালেই লন্ডনে যাচ্ছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝপথেই ব্যক্তিগত কারণে লন্ডনে যাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে কলম্বোর টিম হোটেল থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি। ফলে আগামীকাল (৫ জুলাই) অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

 

দলের একাধিক সূত্র জানিয়েছে, সিমন্স মূলত আগেই নির্ধারিত একটি চিকিৎসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে লন্ডনে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ৭ জুলাই দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল ঢাকা পোস্টকে বলেন, “ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। তার চিকিৎসকের সঙ্গে ফেব্রুয়ারিতে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু তখন যেতে পারেননি। এবার আর দেরি করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময় পরিবর্তন করতে, কিন্তু সেটা হয়নি। বোর্ডের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

 

প্রসঙ্গত, চলমান সফরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ও প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে টাইগাররা। কাল দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে কলম্বোয়।

 

এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার পাশাপাশি দলের সঙ্গে রয়েছেন পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

 

উল্লেখ্য, এর আগে টেস্ট সিরিজ চলাকালেই বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যক্তিগত কারণে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন।

 

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই, পাল্লেকেলেতে।

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!