কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এতে ২১১ রানের বড় লিড নিয়েছে লঙ্কানরা। বল হাতে বাংলাদেশ দলের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১৩১ রান খরচায় শিকার করেছেন ৫টি উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারে ১৭তম পাঁচ উইকেট প্রাপ্তি (ফাইফার)।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ২৪৭ রানে।
শুক্রবার, টেস্টের তৃতীয় দিনে ২৯০/২ স্কোর নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। দিন শুরু হতেই লঙ্কান ইনিংসে ধাক্কা দেন তাইজুল ইসলাম। দিনের ষষ্ঠ ও ইনিংসের ৮৪তম ওভারে পাথুম নিশাঙ্কাকে শর্ট কভারে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ বানান তিনি। ২৫৪ বল খেলে ১৯টি বাউন্ডারিতে ১৫৮ রানের দারুণ ইনিংস খেলেন নিশাঙ্কা।
পরের ওভারেই তাইজুল ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। এলবিডব্লু হওয়া ডি সিলভা রিভিউ নিলেও টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে আঘাত করছিল। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।
এর কিছুক্ষণ পর পেসার নাহিদ রানা তার প্রথম উইকেট তুলে নেন, প্রবাথ জয়সুরিয়াকে স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচে ফেরান তিনি।
এরপর নাঈম হাসান বোল্ড করেন কামিন্দু মেন্ডিসকে, যিনি ৪১ বলে করেন ৩৩ রান। এরপর একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লঙ্কানরা।
শেষ পর্যন্ত ১১৭তম ওভারে তাইজুলের বলে আসিথা ফার্নান্দো ক্যাচ তুলে দিলে শ্রীলঙ্কার ইনিংসের পরিসমাপ্তি ঘটে।
বাংলাদেশের পক্ষে তাইজুল নেন ৫টি, নাঈম হাসান ৩টি এবং নাহিদ রানা শিকার করেন ১টি উইকেট।
একুশে সংবাদ/জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

