ভারত শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলো দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ বিসিসিআই সূত্রে খবর দিয়ে জানিয়েছে, শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের নাম সরিয়ে নিচ্ছে ভারত।
ভারতের ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, “আমরা এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে পারি না, যার আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), এবং যেখানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন পাকিস্তানি মন্ত্রী। বিষয়টি আমাদের জাতীয় আবেগের সঙ্গে সাংঘর্ষিক।”
প্রসঙ্গত, এসিসির বর্তমান সভাপতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি একযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বও পালন করছেন। এই কারণেই ভারতের আপত্তি এবং পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুযায়ী, এবারের আয়োজক দেশ ছিল ভারত। কিন্তু দেশটি নিজেই অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোয় বিকল্প ভেন্যু খুঁজতে হবে এসিসিকে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উত্তেজনার জেরে এশিয়া অঞ্চলের ক্রিকেট রাজনীতি ফের একবার দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। এর ফলে শুধু আসন্ন টুর্নামেন্টই নয়, দীর্ঘমেয়াদে ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এখনো পর্যন্ত এসিসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে পরিস্থিতি যা, তাতে এবারের এশিয়া কাপ আয়োজন একপ্রকার হুমকির মুখেই পড়েছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে