মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩৬ হাজার টাকা মূল্যের ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকা (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) থেকে ওই যুবককে আটক করা হয়।
আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ বোতল ROYEL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করা হয়।
প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা। আটক আসামি জুয়েল মিয়া উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার বাবুল মিয়ার পুত্র।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আসামির জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ২৪ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ//র.ন