গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ জুলাই) রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “এক সময় সাংবাদিকতা ছিল অনেক বেশি সরকারনিয়ন্ত্রিত। এখন আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চাইছি।”
শফিকুল আলম জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, তা কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। তিনি বলেন, “ভুল সংবাদ হলে তা সংশোধনের উপায় রয়েছে। হুমকি বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার অধিকার নয়। মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতাই গণতন্ত্রকে শক্তিশালী করে।”
সাংবাদিকদের ন্যূনতম বেতন নিশ্চিতকরণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “ওয়েজ বোর্ড জটিলতায় না গিয়ে বিকল্প উপায় খোঁজার চেষ্টা করতে হবে।” পাশাপাশি তিনি প্রতিটি মিডিয়া হাউজে সোশ্যাল মিডিয়া নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সেমিনারে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
একুশে সংবাদ//র.ন